রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

মুসলিম উম্মার ঐক্যের চেতনাকে শানিত করতে হজ্বের গুরুত্ব অপরিসীম -ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মুসলিম উম্মার ঐক্যের চেতনাকে শানিত করতে হজ্বের গুরুত্ব অপরিসীম। ইসলামের অন্যতম ফরজিয়াত হজ্ব পালনের মাধ্যমে মুসলমানদের আধ্যাত্মিক উৎকর্ষতার সাথেসাথে ইসলামের ইতিহাস ও আদর্শিক চেতনা সতেজ হয়। আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা যেমন পবিত্র কাবার সামনে উপস্থিত হই, তেমনিভাবে আল্লাহর নির্দেশমত ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় আত্মনিয়োগ করতে হবে। পবিত্র হজ্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তণকারী হাজী সাহেবানদের সম্মানে খেলাফত মজলিস আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরস্থ প্রো-একটিভ হলে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অধ্যাপক এম কে জামান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আজিজুল হক, পীরে কামেল মাওলানা মজিবুর রহমান ফরাজী, মদিনাতুল ঊলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা সুলতান আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ