রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

রাবি’র ‘এ’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত ‘এ’ ও কৃষি অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার কলা অনুষদের ডিন প্রফেসর ড. এফ এম এ এইচ তাকী ও ‘জি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এ ফলাফল প্রকাশ করা হয়।
স্বাক্ষরিত ফলাফলে বলা হয়, ‘এ’ ইউনটে প্রাথমিক অবস্থায় মেধা তালিকায় উত্তীর্ণদের আগামী ০৬ নবেম্বর বিজোড় (১৫২৪) পযর্ন্ত এবং ০৭ নবেম্বর জোড় (১৫১০) পযর্ন্ত সকাল ১০ টায় ডিনস কমপ্লেক্স সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আরো বলা হয়েছে, সাক্ষাৎকার গ্রহণের দিন শিক্ষার্থীদের সকাল ৮টা হতে সকাল ১০ টার মধ্যে সাক্ষাৎকার গ্রহণের স্থানে উপস্থিত থাকতে হবে। অন্যথায় ভর্তি প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে।
অন্যদিকে আগামী ২০ নবেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ১.৩০ মি. পর্যন্ত কৃষি অনুষদ ভবনে ০১-৯৭৭ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
সাক্ষাৎকার গ্রহণে সময় প্রার্থীকে এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশীট, এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড ও পরীক্ষা হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র সাথে আনতে হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা অনুষদের নোটিশ বোর্ড  ও অনলাইনে প্রকাশ করা হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) থেকে জানা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ