রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

জামলাপুরে ট্রাক উল্টে নিহত ১ আহত ৫

জামালপুর সংদাদদাতা : জামালপুর সদর উপজেলার মহনপুর এলাকায় চালের একটি ট্রাক উল্টে আজম আলী (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের মহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ি সদর উপজেলার জামতলী এলাকার পশ্চিমপাড় দিঘুলী গ্রামে। জামালপুর পৌর শহর থেকে ১০ টাকা কেজি চাল ভর্তি একটি ট্রাক মহনপুর এলাকায় যাচ্ছিল। ট্রাকটি মহনপুর বাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে আজম আলীর মৃত্যু হয়। ওই সময় মুক্ত মিয়া (৩৫), সুজা মিয়া (৩০), আব্দুল সবুর (৪২) , দুলাল ( ৪৫)  ও খোকন (৩০) গুরুতর আহত হন। উদ্ধার করে  তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই ইউপি’র ৩ কেন্দ্রের নির্বাচন
আগামী ৩১অক্টোবর জামালপুরের মেলান্দহ উপজেলার স্থগিতকৃত ২ ইউপি’র ৩ কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩১মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সারা দেশের মধ্যে সর্ব  প্রথম কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও হট্টগোল হয়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুতেই পেশি শক্তি প্রয়োগে নির্বাচনী কর্মকর্তাদের মারধরসহ গুলাগুলীর ঘটনায় ৫নং নয়ানগর ইউনিয়নের মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত করা হয়। কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই- কেন্দ্র দখল ঘটনায় গুলাগুলীর ঘটনায় দুপুরের দিকে মালঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত করে। একই কারণে ৭নং চরবানিপাকুরিয়া ইউপির রায়ের বাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত করে। মামাভাগিনা কেন্দ্রে ১৬১৩ জন, মালঞ্চ কেন্দ্রে ৬৬৮ জনসহ সর্বমোট ৩২৮১জন এবং রায়ের বাকাই কেন্দ্রে ১৯৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ