রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ঢাকার পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

স্টাফ রিপোর্টার : পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা এবং যথাযথভাবে ব্যবহারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ’ প্রকাশনার  মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, নগর জীবনে পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানের গুরুত্ব অনেক, যা নগরবাসীর সামাজীকরণ, বিনোদন, খেলাধুলা, মানসিক প্রশান্তি এবং শরীর চর্চার ক্ষেত্র সৃষ্টি করে। তাই পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা এবং যথাযথভাবে ব্যবহারের পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ’ শীর্ষক গবেষণায় রাজধানীর কিছু পার্ক এবং খেলার মাঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বক্তারা বলেন, প্রথমত ঢাকা শহরের বিদ্যমান পার্ক এবং খেলার মাঠের অবস্থা জানাতে অবকাঠামোগত বৈশিষ্ট্য, সংগঠিত কার্যক্রমসমূহ এবং জনমত সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ