রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষর জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা শুকুর আলী গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : হাইকোর্টের দুই জন বিচারপতির স্বাক্ষর জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা শুকুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে তাকে সদর উপজেলার তিতুদহ গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শুকুর আলী গ্রামের আব্দুল লতিফের ছেলে। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা শুকুর আলীর আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গত ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গার গড়াইটুপি মেলা পরিচালনার অনুমোদন দেন। কিন্তু মেলার নামে নগ্ন নৃত্য জুয়া চলায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে মেলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসন। পরে গত আগস্ট মেলার শেষ দিনে ইজারাদার শুকুর আলী মহামান্য হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বিচারপতি হাবিবুল গণির স্বাক্ষর জালিয়াতি করে একটি ভূয়া পিটিশন আদেশ সদর থানা বরাবর প্রেরণ করেন। সেখানে ওই দুই জন বিচারপতির স্বাক্ষর করা পিটিশনে চুয়াডাঙ্গার গড়াইটুপির মেলা আরো দুই মাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়। দুই জন বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ আওয়ামী লীগ নেতা শুকুর আলীসহ অজ্ঞাত আরো ৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার পর শুকুর আলী দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

অনলাইন আপডেট

আর্কাইভ