রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

বিবিসি : নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মধ্যরাতে সাউথ আইল্যান্ডে আঘাত হানা ওই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¦ক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

নিউজিল্যান্ডে দ্য হেরাল্ড পত্রিকা জানায়, এই ভূমিকম্প রাজধানী ওয়েলিংটন থেকেও অনুভূত হয়। রাজধানীতে বিপদসংকেত হিসেবে সাইরেন বেজে ওঠে। ঘরবাড়ি ও ভবন কেঁপে ওঠে। আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসে। অনেককেই কান্নাকাটি করতে দেখা যায়।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর থেকে ৯৫ কিলোমিটার দূরে সাউথ আইল্যান্ড। ক্রাইস্টচার্চে ২০১১ সালে ভূমিকম্পে ১৮৫ জনের মৃত্যু হয়। নিউজিল্যান্ড ভয়াবহ রিং অব ফায়ারে (ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের আশঙ্কায় থাকা অঞ্চল) অবস্থান করছে।

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে গত সেপ্টেম্বরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি ঘটেনি। তবে রোববারের ভূমিকম্পের পর দ্য ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, এই ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ