শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

কমান্ডো প্রশিক্ষণে অংশ নিতে ভারত গেলেন ৪০ পুলিশ

স্টাফ রিপোর্টার : কমান্ডো প্রশিক্ষণ নিতে পুলিশের ৪০ সদস্য গতকাল রোববার সকালে ভারত গেছে। তারা ভারতের নয়া দিল্লীতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ট্রেনিং সেন্টারে কমান্ডো প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ আজ সোমবার শুরু হচ্ছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৫ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ জন কনস্টবল হতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এবারই প্রথম একজন নারী এএসপিসহ পাঁচজন নারী পুলিশ সদস্য কমান্ডো প্রশিক্ষণ নিতে যাচ্ছে।

অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং এন্ড স্পোর্টস) ড. খঃ মহিদ উদ্দিন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রশিক্ষণার্থী দলটিকে ব্রিফ করেন। তিনি যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ অপরাধ নিয়ন্ত্রণে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি এ সময় আহবান জানান।

কমান্ডো দলটি জঙ্গি ও সন্ত্রাস দমনসহ সংকটকালীন পরিস্থিতিতে বিশেষ অভিযান পরিচালনায় সক্ষমতা অর্জন করবে বলে পুলিশ সদর দফতরের দাবি ।

অনলাইন আপডেট

আর্কাইভ