শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

রাজশাহীতে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজশাহী অফিস : দুই শ্রমিককে মারধরের জের ধরে গতকাল রোববার রাজশাহীতে সড়ক অবরোধ করেন বাস শ্রমিকেরা। সকাল ১০টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় সড়কে এই অবরোধ করা হয়। 

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীতে পূর্ব ঘোষিত আধাবেলা হরতাল কর্মসূচির মধ্যেই এই অবরোধ করেন তারা। নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকে এই হরতাল পালিত হয়। এদিকে, শ্রমিকদের অবরোধকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় বাস শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেন বাস শ্রমিকেরা। রাজশাহী বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী সাংবাদিকদের জানান, রোববার সকালে তানোর থেকে রাজশাহী আসছিল সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি বাস। পথে দুয়ারি নামক স্থানে সড়কে সাইড দেয়াকে কেন্দ্র করে একটি ট্রাকের হেলপারের সঙ্গে ওই বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রাকের শ্রমিকেরা বাসটি আটকে এর চালক লালন হোসেন ও হেলপার পল্লব হোসেনকে মারপিট করেন। এতে তাদের দু’জনই আহত হন। এরপর তারা বাস নিয়ে রাজশাহী পৌঁছলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর জানাজানি হলে বাস শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পুলিশ জানায়, ঘটনার পর রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতিকে বাস টার্মিনালে ডেকে নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টির মিমাংসা করে দেয়া হয়। পরে শ্রমিকেরা অবরোধ তুলে  নেন। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ