রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

আবারও রিমান্ডে কাদের খান

 

গাইবান্ধা সংবাদদাতা : সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় গ্রেপ্তার সুন্দরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) ডা আব্দুল কাদের খানের আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ তার রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে ২১ ফেব্রুয়ারি বিকালে বগুড়া জেলা শহরের কাদের খানের স্ত্রীর মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাতেই তাকে পুলিশ ভ্যানে করে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। পরদিন দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড নেয় পুলিশ। রিমান্ডের চতুর্থ দিনে কাদের খান আদালতে ১৬৪ ধারায় এমপি লিটনের হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্রের মধ্যে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রটি সম্পর্কে আব্দুল কাদের খান ভুল তথ্য দেয়ায় আবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ