রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে গ্রিক দেবীর মূর্তি সরিয়ে নেয়ার আহ্বান

 

সম্প্রতি ৩/১৪, ব্লক-জি, লালমাটিয়া মোহাম্মদপুর, ঢাকাস্থ জৈনপুরী খানকা শরীফে এক দোয়া ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানো আমীরে সত্যের ডাক, হাদীয়ে বাঙ্গাল, আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা বলেন, যেই দেশের শতকরা ৯২ ভাগ অধিবাসী মুসলিম সেই দেশের প্রধান বিচারালয়ের সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপন করে ইসলাম ও মুসলমানদেরকে অবমাননা করা হয়েছে। এই ধরনের হারাম কাজ কোন ঈমানদার মেনে নিতে পারে না। তাই পীর সাহেব কেবলা কর্তৃপক্ষকে এই মূর্তি সরিয়ে নিয়ে দেশ ও জাতিকে ফেৎনা ফাসাদ থেকে মুক্ত রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, পাশেই জাতীয় ঈদগাহ ও মাজার শরীফ মসজিদ বিদ্যমান কমপক্ষে এই দুটি পবিত্র স্থাপনার সম্মানার্থে হলেও মূর্তিকে সরিয়ে নেয়া ঈমানী দায়িত্ব বলে মনে করি। অতিসত্তর মূর্তি সরিয়ে নিলে সকলের জন্য মঙ্গল হবে। আলহাজ্ব ডাঃ মোঃ খলিলুর রহমান সাহেবের সভাপতিত্বে সেক্রেটারি শেখ জহির আহমেদ সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা আবদুস সবুর কামাল, প্রফেসর সোহরাব হোসেন, মাওলানা তোজাম্মেল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ