রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

কিশোরগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে জেলা নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা হয়েছে। গত বুধবার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং মিসঃপি ১১৯/১৭। মামলার বিবরণে প্রকাশ, উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সাজু মিয়ার পুত্র আনিছার রহমান ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে বাবুল ও রফিকুলের সাথে পরামর্শ করে সুযোগ খুঁজতে থাকে। গত ২৩ ফেব্রুয়ারি ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে শয়নকক্ষে প্রবেশ করে গামছা দ্বারা তার মুখ বেঁধে আনিছার, বাবুল ও রফিকুল পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে ওই গৃহবধূকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ধর্ষণের ঘটনা হওয়ায় নীলফামারী আধুনিক সদর হাসপালে রেফার্ড করে দেয়। চিকিৎসা শেষে ওই গৃহবধূ নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত আদালত থেকে মামলা আসেনি।

অনলাইন আপডেট

আর্কাইভ