রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

শ্রমিক দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে সেমিনার

বিশ্ব শ্রমিক দিবস ২০১৭ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ গত ৩ মে এক সেমিনারের আয়োজন করে। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. একেএম মুহিব্বুল্লাহ এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। মালিক-শ্রমিক দ্বন্দ্বের কারণ ও সমস্যা সমাধানে করণীয় বিষয়ে গবেষণালব্ধ। এ প্রবন্ধের উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন ড. মোঃ মোহসিন উদ্দিন। ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রধান ড. মোঃ আমিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি বলেন, মালিকদেরকে অবশ্যই শ্রমিকের শ্রমের প্রতি সম্মান দেখাতে হবে। তাদের ন্যায্য পাওনা যথাসময়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তিনি প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানান। শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ