বুধবার ২২ মে ২০২৪
Online Edition

‘সাশ্রয়ী মূল্যে ইফতার খাওয়ার ব্যবস্থা করাও অনেক শ্রেয়’

চট্টগ্রাম অফিস: পবিত্র রমজান মাস এলেই আমাদের দেশের কিছু ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিযোগিতা আকারে ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন। আবার অনেকে অধিক বরকত লাভের আশায় ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। কিন্তু পুরো রমজান মাস জুড়ে সাধারন মানুষ যেন ইফতার ও সেহেরী সাশ্রয়ী মূল্যে খেতে পারেন তার জন্য কিছু না করে অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য বা সুনাম কুড়ানোর জন্য এ সমস্ত আয়োজনে সাধারণ মানুষের একবেলা ইফতার জুটলেও পুরো মাসে রমজানে নিত্য ব্যবহার্য ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ, সেখানে তাঁরা কোন ভূমিকা না রেখে নিজের কর্তৃত্ব জাহির করার জন্য এ ধরনের ইফতার সামগ্রী বিতরণের আয়োজন সাধারণ মানুষের জীবন যাত্রায় তেমন ভূমিকা রাখছে না। অন্যদিকে রাস্তায় প্রচন্ড খানা খন্দক, গর্তের কারণে রমজানে পুরো নগর জুড়ে অসহনীয় যানজট, গণপরিবহনে বিপুল ভাড়া হাঁকানো, রাস্তার উপর ময়লার স্তূপ, বিদ্যুৎ, পানির প্রাপ্যতাসহ নানা নাগরিক ভোগান্তির জালে জনজীবন অতিষ্ঠ হলেও এর জন্য দায়িত্বপ্রাপ্তরা ভ্রুক্ষেপ না করে নাগরিক ভোগান্তি নিরসনে কোন উদ্যোগ না নিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন কার্যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলেও জনগন কোনভাবেই এখানে উপকৃত হচ্ছে না বলে মত প্রকাশ করে রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, যানজট ও নিরাপদ যাতায়ত নিশ্চিত করতে রাস্তাগুলি দ্রুত চলাচলের উপযোগী করে গড়ে তোলা, খানা খন্দক দ্রুত মেরামত, বিদ্যুৎ ও পানির প্রাপ্যতাসহ জনভোগান্তি নিরসনে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি। এক বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান আসলেই খাদ্য ভেজাল বিশেষ করে নকল সেমাই, ঘি, মসলাসহ নানা প্রকার খাদ্য, পানীয় ফ্যাক্টরীর আর্বিভাব ঘটে, মওসুমী ব্যবসায়ী ও আড়তদারদের কারণে রজমানে ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যায়। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ