মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় ভারতীয় উন্নতমানের শাড়ি কামিজ পাঞ্জাবী আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ৩০ লাখ টাকার ভারতীয় উন্নত মানের শাড়ী, কামিজ,পাঞ্জাবী ও ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়েছে। পৃথক পৃথক অভিযানে এ সব আটক করা হয়।
বিজিবি জানায়-গত শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন অভিযান চালিয়ে আলমডাংগা থানার মেইন রোড নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৫৯৪ পিচ ভারতীয় উন্নত মানের শাড়ী, ৩০ পিচ কামিজ এবং ০৬ টি পাঞ্জাবী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০ লাখ ৪২ হাজার টাকা।
অপর অভিযানে ব্যাটালিয়নের নিমতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় অভিযান চালিয়ে দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ হতে ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪ শত টাকা।
আটককৃত শাড়ী, কামিজ, পাঞ্জাবী কাস্টম্সে এবং ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ