মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

সাভারে শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সাভার সংবাদদাতা : সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা এ্যাণ মন্ত্রণালয়ের হতে বরাদ্দকৃত ২৫ টি প্রতিষ্ঠানের মাঝে ৬০ বান ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় ২৫ টি প্রতিষ্ঠানে এক লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
সংসদ সদস্য ডা.এনামুর রহমান এসময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তারেই অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বলেন সরকারের সকল উন্নয়ন স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
ঢেউটিন ও নগদ অর্থ বিতরণে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হকসহ আরো অনেকে।

অনলাইন আপডেট

আর্কাইভ