মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

চলনবিলে বন্যায় শিয়ালের উৎপাত, নির্বিচারে নিধন

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় বন্যায় শিয়ালের উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। আশ্রয় জায়গা না পেয়ে লোকালয়ে বিচরন বৃদ্ধি পাওয়ায় চলনবিলের বিভিন্ন এলাকায় নির্বিচারে শিয়াল নিধন করা হচ্ছে। গত দুদিনে প্রায় অর্ধ শতাধিক শিয়াল নিধনের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ইটালী ও ডাহিয়া ইউনিয়নে কয়েকটি গ্রামে শিয়াল নিধন করা হয়। একটি সূত্র জানায়, ইটালীর শ্রিকোল গ্রামেই একদিনে ২০ টি শিয়াল মারা হয়।
এ ব্যাপারে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষন ফোরামের সভাপতি এমরান আলী রানা ও সাধারন সম্পাদক রাজু আহমেদ নিধন বন্ধে সকলের প্রতি আহ্বান জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. গৌরাঙ্গ তালুকদার বলেন: বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশের বিভিন্ন উপকারে আসে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে ব্যবস্থা  প্রহণের আশ্বাস দেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ