সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

রাখাইনে ১৭৬ গ্রাম রোহিঙ্গাশূন্য

১৪ সেপ্টেম্বর, হিন্দুস্তান টাইমস : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা অধ্যুষিত ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। চলমান সেনা অভিযানে গ্রামগুলোর বাসিন্দারা পালিয়ে গেছে বলে ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র। প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জহতয় এক বিবৃতিতে বলেন, রাখাইন রাজ্যের তিনটি শহরতলি এলাকায় সর্বমোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। অন্য ৩৪ গ্রাম থেকেও কিছু কিছু  রোহিঙ্গা পালিয়েছে।তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রতিবেশী দেশগুলোতে।
তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি জহতয়। তিনি বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে অবশ্যই সবাইকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। যাচাইবাছাই করতে হবে। এরপরই মিয়ানমার কেবল তাদের গ্রহণ করতে পারে।

অনলাইন আপডেট

আর্কাইভ