শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

ব্যাংকক-এ এসকাপ-এর বিজনেস এডভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

৩০ শে অক্টোবর ত্রয়োদশ ESCAP বিজনেস এডভাইজরি কাউন্সিল সভা UNESCAP-এ অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ এসকাপ বিজনেস এডভাইজরি কাউন্সিল সভা ৩০ শে অক্টোবর UNESCAP-এ অনুষ্ঠিত হয়েছে। EBAC চেয়ারম্যান এবং আইসিসি বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমান দিনব্যাপী সভা পরিচালনা করেন। এশিয়া প্যাসিফিক দেশসমূহ থেকে বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত ৫০ জন প্রতিনিধি বিজনেস এডভাইজরি কাউন্সিল সভায় যোগ দেন। আইসিসি বাংলাদেশ এর সহ-সভাপতি রোকেয়া আফজাল রহমান, আইসিসি বাংলাদেশ এর সদস্য এবং নিউএইজ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহীম ও আইসিসি বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমানও কাউন্সিল সভায় যোগ দেন।

সভায় হংকং কর্তৃক ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তাবনা গৃহীত হয়। EBAC চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বেসরকারি খাত আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে হাতে হাত মিলিয়েছে এবং সরকারগুলো ব্যবসায়ীদের সম্পৃক্ততার জন্য একটি কার্যকর পদ্ধতি বের করতে সম্মত হয়েছে। মাহবুবুর রহমান আরও বলেন, EBAC এবং ESCAP একসাথে এ অঞ্চলের জন্য ব্যতিক্রমী কিছু করতে পারে।  ESCAP এর ডেপুটি এক্সিটিউটিভ সেক্রেটারি হংজু হ্যাম তার স্বাগত ভাষণে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করে বলেন যে, EBAC, এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম (APBF) এবং ESCAP সাসটেইনএবেল বিজনেস নেটওয়ার্ক (ESBN) প্রতিষ্ঠালগ্ন থেকেই বেসরকারী খাত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন যে EBAC/ ESBN এবং APBF শক্তিশালী করার লক্ষ্যে একটি কনসেপ্ট পেপার EBAC সদস্যদের বিবেচনার জন্য সভায় উপস্থাপন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ