রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

তৃতীয়বার নিষিদ্ধ হলেন ভিটরি

দুই বছরে তৃতীয়বার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের বাঁহাতি সিমার ব্রায়ান ভিটরি। বিশ্বকাপ বাছাইয়ে তার জায়গায় খেলবেন রিচার্ড এনগারাভা। অ্যাকশন সংশোধন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না ভিটরি। ২০১৬ সালের জানুয়ারিতে প্রথমবার ত্রুটিপূর্ণ বোলিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছিলেন ভিটরি। মাত্র ৬ মাস পরই তিনি ফিরেছিলেন জাতীয় দলে। কিন্তু ওই বছরের নভেম্বরে আবারও সন্দেহের চোখে পড়ে তার বোলিং অ্যাকশন। ডিসেম্বরে আবার নিষিদ্ধ করা হয় তাকে এক বছরের জন্য। এই বছর জানুয়ারির শেষদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে বল হাতে নেন ভিটরি। কিন্তু দুই মাসও হয়নি আবার সন্দেহজনক বোলিং করে মাঠের বাইরে যেতে হলো তাকে। মাত্র চার ম্যাচ খেলে তৃতীয়বার নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ান এ পেসার। নেপালের বিপক্ষে রবিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন আইসিসির প্যানেল অব হিউম্যান মুভমেন্ট স্পেশালিস্ট হেলেন বায়েন ও মার্ক কিং। তারা ফুটেজ দেখে শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত জানান। আফগানদের বিপক্ষে জিম্বাবুয়ের শ্বাসরুদ্ধকর জয়ে ৯.৩ ওভারে ২ উইকেট নেন ভিটরি ৩২ রান দিয়ে। ৫০তম ওভারে একটি উইকেট নিয়ে ২ রানের জয়ে বড় অবদান রাখেন তিনি। ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ