রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

টি-টোয়েন্টিতে শোয়েব মালিকের ৩০০

পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ৩০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন শোয়েব মালিক। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে তিনি এই কোটা পূর্ণ করেন। পাশাপাশি তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের একজন। জাতীয়, আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগে খেলে তিনি মোট ৭ হাজার ৬৫৩ রান করেছেন। টি-টোয়েন্টিতে তার কোনো সেঞ্চুরি না থাকলেও ৪৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৯৫। গেল ১৩ বছরের ক্যারিয়ারে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তান জাতীয় দল সহ বিভিন্ন দেশের ১৫টি ভিন্ন ভিন্ন দলের হয়ে এই ৩০০ ম্যাচ খেলেছেন। পাশাপাশি বিভিন্ন দলকে ৯৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে জয়ের হার শতকরা ৬৯ শতাংশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি অন্যতম সফল অধিনায়কও। শোয়েব মালিক পাকিস্তান, কুমিল¬া ভিক্টোরিয়ান্স, করাচি কিংস, মুলতান সুলতানস, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, শিয়ালকোট অঞ্চল ও শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে নেতৃত্ব দিয়েছেন। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ