রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

যুব গেমসে শ্যুটিংয়ের বিভাগীয় পর্বের বাছাই সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ যুব গেমসে উপজেলা এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ছিল না শ্যুটিং। সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছে শ্যুটিং। তবে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে শুক্রবার বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে শ্যুটিং। শুক্রবার (৯মার্চ) গুলশানে অবস্থিত বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের রেঞ্জে বিভাগীয় তরুণ ও তরুণীদের পয়েন্ট ১৭৭ ওপেন সাইট এয়ার রাইফেল এর চূড়ান্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভাগীয় এ বাছাই কার্যক্রমে মোট ১৫২ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগ হতে মোট ৪ জন সর্বোচ্চ স্কোর করা (দু’জন তরুণ ও দুজন তরুণী) শ্যুটার গেমসের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগের বাছাই কার্যক্রম আগেই সম্পন্ন করেছে ফেডারেশন। তরুণদের গ্রুপে খুলনা বিভাগের সাতক্ষীরা রাইফেল ক্লাবের এসএম ফয়েজ হোসেন (২৩১ স্কোর) ও ঝিনাইদহ রাইফেল ক্লাবের অন্তর সরকার (২১১ স্কোর), স্বাগতিক ঢাকা বিভাগ হতে গুলশান শ্যুটিং ক্লাবের ফজলে রাব্বী (২৩৮ স্কোর) ও নারায়গঞ্জ রাইফেল ক্লাবের এসএম সাজ্জাদ হায়দার (২১২ স্কোর), রাজশাহী বিভাগ হতে পাবনা রাইফেল ক্লাবের মো. মেহেদী হাসান লিমন (২৩৫ স্কোর) ও একই ক্লাবের আলী হাসান (২২৯ স্কোর), বরিশাল বিভাগে পিরোজপুর রাইফেল ক্লাবের মো. এমরান খান শান্ত (২৪০ স্কোর) ও একই ক্লাবের এমরান হোসেন (২১৭ স্কোর), ময়মনসিংহ বিভাগ হতে নেত্রকোনা রাইফেল ক্লাবের ফারদিন মো. অর্নব (২২৪ স্কোর) ও ময়মনসিংহ রাইফেল ক্লাবের সাদমান আহমেদ তাসিন (৬০ স্কোর), রংপুর বিভাগে পঞ্চগড় রাইফেল ক্লাবের ফারহান ইসতিয়াক শাফিন (১৩৪ স্কোর) ও একই ক্লাবের মাহামুদুল হাসান (৬৬ স্কোর) চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এদিকে তরুণীদের গ্রুপে খুলনা বিভাগের কুষ্টিয়া রাইফেল ক্লাবের ছামান্তা রহমান ঐশি (২০৮ স্কোর) ও যশোর রাইফেল ক্লাবের জুলেখা আক্তার (১৮৭ স্কোর), ময়মনসিংহ বিভাগ হতে ময়মনসিংহ রাইফেল ক্লাবের তানজিলা রেজা (১৬ স্কোর), রাজশাহী বিভাগ হতে পাবনা রাইফেল ক্লাবের সুমাইয়া তাসনিম রিফা (২০৪ স্কোর) ও বগুড়া রাইফেল ক্লাবের শিল্পা রায় (১৮৬ স্কোর), ঢাকা বিভাগ হতে গুলশান শ্যুটিং ক্লাবের লুবাবা সাফি (২২০ স্কোর) ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের মাহমুদা খানম সৃষ্টি (১৯৬ স্কোর), এবং বরিশাল বিভাগ হতে পিরোজপুর রাইফেল ক্লাবের জিন্নাত কবির সুচনা (২৩৬ স্কোর) ও পটুয়াখালী রাইফেল ক্লাবের মাইসা রহমান (২৩১ স্কোর) গেমসের চূড়ান্ত পর্বে নাম লেখায়। 

অনলাইন আপডেট

আর্কাইভ