শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

নীলফামারীতে ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে অর্ধশতাধিক কার্ডধারী সুবিধাভোগী কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়ের করা অভিযোগে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূিচর ডিলার রোকনুজ্জামান মিতু অবিলের বাজার গোডাউনে গত রোববার থেকে বুধবার চাল বিতারণ করেন। এসময় কার্ডধারীদেরকে সরকারি নিয়মের ভুল ব্যাখ্যা দিয়ে প্রতিবস্তা (৩০ কেজি) চালের জন্য ৩শ’ টাকার স্থলে বস্তা প্রতি অতিরিক্ত ৩০ টাকা করে আদায় করেন। চাল বিতরণের সময় অনেক কার্ডধারী অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে প্রতিবাদ করলেও ট্যাগ অফিসারের নীরবতায় তা কাজে আসেনি। রণচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান বলেন, প্রধানমন্ত্রীর খাদ্য বন্ধব কর্মসূচির সুবিধাভোগী কার্ডধারীগণ ২নং ওয়ার্ডের ওই ডিলারের অনিয়মের বিরুদ্ধে আমাকেও অভিযোগের অনুলিপি দিয়েছে এবং চাল বিতরণে অতিরিক্ত টাকা নেয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্ত ডিলার রোকোনুজ্জামান মিতুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি। কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ২২ হাজার ২৩৪ জন অসহায় গরীব দুস্থ ব্যক্তি খাদ্য বান্ধব কমর্সূচির রেশনিং পদ্ধতিতে ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল ক্রয় করেন। এ ব্যাপারে উপজেলা নিবাহী অফিসার এসএম মেহেদী হাসান জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ