শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসায় বিজ্ঞান মেলার উদ্বোধন

চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার বিজ্ঞান মেলা ২০১৮ ফিতা কেটে উদ্বোধন  করছেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুদ্দীনসহ অতিথিবৃন্দ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসার উদ্যোগে বিজ্ঞান মেলা গত বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে উদ্বোধন করেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামছুদ্দিন।

বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সকাল সাড়ে ৯টায় মাদরাসা অডিটোরিয়ামে অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামছুদ্দিন। মাদরাসা গভার্নিং বডির সভাপতি কর্ণেল (অব:) মোহাম্মদ ইকবালের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বজল আমিন, রসায়ন বিভাগের প্রভাষক কামাল উদ্দিন, গণিত বিভাগের প্রভাষক মুজিবুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পায়। মেধার বিকাশ ঘটাতে হলে বাস্তবতার সাথে মিলিয়ে কাজ করতে হবে। বিজ্ঞান মেলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যে উদ্ভাবনী শিক্ষা অর্জন করবে তা তাদের জীবনে সফলতার ধার উন্মুক্ত করতে পারে।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন হস্তশিল্প নিয়ে নানাভাবে তাদের উপস্থাপনা উপস্থিত করেছেন। সবুজ বনায়ন, আধুনিক পদ্ধতি ডিমের বাচ্চা প্রজনন, গ্রীন হাউস, প্রজেক্টর, পাওয়ার ট্রান্সমিটার, পাওয়ার স্টেশন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জাহাজ নির্মাণ, সাগরে বিপদ সংকট উত্তোরণের উপায়, আদর্শ গ্রাম তৈরিসহ নানা পসরা সাজিয়ে তা অতিথিদের নিকট উপস্থাপন করেছে। 

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এ বিজ্ঞান মেলা প্রদর্শন করে সন্তোস প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ