শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

চাকরি জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিকী অনশন পালিত

চাকরি জাতীয়করণের দাবিতে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকি অনশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ

টাঙ্গাইল সংবাদদাতা : বেসরকারি কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ১২টা হইতে ২টা পর্যন্ত প্রতীকি অনশন কর্মসূচি পালিত হয়েছে। এতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক কর্মচারীরা অংশ গ্রহণ করে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক ইউসুব আলীর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি অধ্যাপক এ.কে.এম. আব্দুল আউয়াল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আব্দুল্লাহ আল মামুন, ঐক্যজোটের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সরকার, শিক্ষক-কর্মচারী ঐক্যোজোট জেলা শাখার সহ-সভাপতি  মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আলীম আকন্দ, অধ্যক্ষ আব্দুল বাছেদ মিয়া, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক উবায়দুর রহমান, অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক শান্ত, অধ্যাপক মাসুদুর রহমান, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, অধ্যাপক আব্দুল হালিম, মোঃ হযরত আলী, মোঃ রুহুল আমিন, খন্দকার মশিউর রহমান শামীম, মোঃ হাফেজ আব্দুল লতিফ চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ। পরে দুপুর ২টার সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ শিক্ষকদেরকে ফলের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান এবং তিনি শিক্ষকদের এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন। শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তাদের নেই সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি, নেই পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও উৎসব ভাতা, নেই পদোন্নতি, যথাযথ স্কেল, বার্ষিক প্রবৃদ্ধি। বিগত ৪০ বছর যাবৎ বিভিন্ন শিক্ষক আন্দোলনে বারং বার সরকারের দৃষ্টি আকর্ষণ করেও কোন লাভ হয়নি। এ সকল সমস্যার সমাধান ও শিক্ষার বৃহত্তর স্বার্থে, একমাত্র উপায় হচ্ছে সমগ্র বেসরকারি শিক্ষাকে একযোগে জাতীয়করণ। আগামী ১৮-০৩-২০১৮ তারিখের মধ্যে জাতীয়করণের দাবি মেনে না নিলে, ১৯-০৩-২০১৮ তারিখে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে দাবি আদায় করা হবে। ঢাকার মহাসমাবেশে টাঙ্গাইল জেলার সকল শিক্ষক-কর্মচারীদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ