রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

হজ্বযাত্রী নিবন্ধনে এখনো বাকি ৮৪ হাজার

স্টাফ রিপোর্টার : নির্ধারিত শেষ দিনে গতকাল রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৩ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এখানো নিবন্ধন করতে বাকি রয়েছেন ৮৪ হাজার হজযাত্রী। এ কারণে নিবন্ধনের জন্য আরো চারদিন সময় বাড়িয়েছে ধর্মমন্ত্রণালয়। আগামী ২২ মার্চ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। জানা যায়, এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার জন। গত ১ মার্চ থেকে সরকারি ব্যবস্থাপনায় এবং ৬ মার্চ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়। গতকাল ছিল নিবন্ধনের শেষ দিন। কিন্তু নির্ধারিত সময়ে সবাই নিবন্ধন করতে পারেননি। পাসপোর্ট জটিলতায় অনেক হজযাত্রী নিবন্ধন করতে পারেননি বলে জানা যায়। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেন পাঁচ হাজার ৬৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেন ৩৭ হাজার ২৫০ জন। মোট নিবন্ধন করেন প্রায় ৪৩ হাজার জন। ফলে এখনো প্রায় ৮৪ হাজার হজযাত্রী নিবন্ধন করতে বাকি রয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ