শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

কাপ্তাইয়ে ভয়াবহ মাদকের আগ্রাসন যুব সমাজ বিপথে

কাপ্তাই সংবাদদাতা : হাত বাড়ালে সহজেই মিলছে মাদক। কাপ্তাই উপজেলা সদর সহ দূর্গম পাহাড়ি এলাকায় মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে এবং দিন দিন মাতালদের উৎপাত বেড়ে গেছে। মাদকের ভয়াবহ আগ্রাসন বৃদ্ধিতে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। নেশার টাকা যোগাতে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে মাদকসেবীরা। গত এক মাসের পুলিশ অভিযানে কয়েকজন মাদক খুচরা বিক্রেতা গ্রেপ্তার করা হলেও আদালত থেকে জামিনে এসে পুনরায় ব্যবসা করছে তারা। কাপ্তাই উপজেলায় যে কোন সময়ের চেয়ে মাদকের ভয়াবহতার আগ্রাসন মারাতœক আকার ধারন করেছে। উপজেলার সদর বরইছড়ি বাজার সহ ওয়াগ্গা, নোয়াপাড়া, মুরালি, তম্বপাড়া, শীলছড়ি, চন্দ্রঘোনা মিশন খিয়াং পাড়া, কলাবাগান, বারঘোনিয়া, সিনেমা হল এলাকা, কেপিএম আবাসিক এলাকা, বারঘোনিয়া ফরেষ্ট অফিস সংলগ্ন কলোনী, বারঘোনিয়া গেইট, কয়লার ডিপো, মিতিঙ্গাছড়ি, রাইখালী এলাকা, নোয়াপাড়া, কারিগর পাড়া, কাপ্তাই জেটিঘাট, কাপ্তাই বাস ষ্টেশন, কাপ্তাই নতুন বাজার, কাপ্তাই শিল্প এলাকা, কাপ্তাই লগগেইট, চিৎমরম, ফুইট্টাছড়ি এলাকায় পাহাড়ি চোলাই মদ ও ইয়াবা, গাঁজা, ফেনসিডিল বেচাবিক্রি হয়। মিশন খিয়াং পাড়ার র্শীষ মাদক ব্যবসায়ী দিলিপ খিয়াং প্রকাশ মথোই জানান, চুক্তিভিত্তিক মাসোহারা দিয়ে মাদকের হাট চলছে। আমার ব্যবসা কেউ বন্ধ করতে পারবে না। বড় কর্তার সাথে আমার যোগাযোগ আছে।
এদিকে কাপ্তাই জেডিঘাট ও রাইখালী বাজারে প্রকাশ্যে চোলাই মদ তৈরির প্রধান উপকরণ মুলি ও চন্দ্রঘোনা এলাকায় প্রতিদিন লাখ টাকার ইয়াবা বড়ি (বাবা) বিক্রি হচ্ছে। কর্ণফুলী নদীর চিৎমরম, বারঘোনিয়া হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক, রাঙ্গামাটি-বরইছড়ি সড়ক, রাইখালী-বান্দরবান সড়কে বিপুল পরিমাণ পাহাড়ি চোলাই মদ পাচার করা হচ্ছে। ওয়া¹া ইউনিয়ন, চিৎমরম ইউনিয়ন, চন্দ্রঘোনা ইউনিয়ন ও রাইখালী ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় মাদকের উৎপাদন হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ