শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

আন্দোলনে নয়, শালীন পোশাকেই নিরাপদে থাকতে পারে নারীরা

পিরোজপুরের কাউখালী নেছারিয়া ফাজিল মাদরাসার তাফসীর মাহফিলে আলোচনা করছেন মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীপ্রাপ্ত মোফাসসিরে  কোরআন শেখ আবুল কালাম আজাদ আযহারী

নারীদের নিরাপত্তায় আন্দোলন করে নয় পথে কিংবা যানবাহনে শালীন পোষাকেই নিরাপদে থাকতে পারে নারীরা। 

সম্প্রতি পিরোজপুর কাউখালী নেছারিয়া ফাজিল মাদরাসা ময়দানের তাফসীর মাহফিলে এ কথা বলেন বক্তারা। 

মাহফিলে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী প্রধান অতিথি ও মিসরের ঐতিহাসিক আল আযহার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীপ্রাপ্ত মোফাসসিরে কোরআন শেখ আবুল কালাম আজাদ আযহারী প্রধান বক্তা হিসেবে তাফসীর করেন। 

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী বলেন, ইসলামেই সকল সমস্যার সমাধান। 

কাজেই ইসলামের কাছেই আমাদের ফিরে যেতে হবে। 

শেখ আজাদ আযহারী বলেন, ঈমানের চেতনা হারিয়ে মানুষ আজ বরবর হয়ে গেছে। 

সমাজ থেকে নৈতিকতা ও মূল্যবোধ যেন উঠেই গেছে। আল্লাহ্র ভয় যত বাড়বে সমাজের অন্যায় তত কমবে। 

কাজেই দেশ উন্নয়নের পাশাপাশি ইসলামী মুল্যবোধ বাড়ানো সময়ের দাবী। 

তাছাড়া নারীদের যেখানে মর্যাদার চাবিকাঠি, সেখানে আজ তাঁরা চরমভাবে অবহেলিত। বিদেশী চ্যানেল ও সংস্কৃতি এর জন্য অনেকাংশে দায়ী। 

নাগুলী নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে মাহফিলে চারাখালী সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাঈদুল হক, নেছারাবাদ কামিল মাদরাসার সাবেক প্রভাষক ও নোয়াপাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইলিয়াসসহ দেশবরেণ্য ওলাময়েকেরাম উপস্থিত ছিলেন। এছাড়াও মাহফিলে কোরআন তিলাওয়াত করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ পাওয়া মেধাবী ছাত্র ক্বারী মুবিন। 

প্রেসবিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ