বুধবার ০১ মে ২০২৪
Online Edition

বাঁশখালীর গুনাগরিতে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বাঁশখালী উপজেলার গুনাগরী খাসমহলে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে গিয়ে কমপক্ষে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছে। গত সোমবার এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন-নুরুল আবছার (হার্ডওয়ারের দোকান), মাওলানা এহসান (ওষুধের দোকান), নেছার উদ্দিন (ওয়ার্কসপ) ও মিন্টু চৌধুরী (ওয়ার্ক সপের দোকান)। এসময় পার্শ্ববর্তি আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্র জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার গুনাগরী খাসমহল এলাকায় নুরুল আবছারের হার্ডওয়ারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য বাঁশখালীর নব নির্মিত ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। উদ্বোধন না হওয়ায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে যায়নি বলে জানিয়েছে বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। স্থানীয় ও বাজারের ব্যবসায়ীদের ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাঁশখালী থানার ওসি সালাহউদ্দিন হিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ