মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

মেসিকে তেভেজের অনুরোধ

৩২ বছর হয়ে গেল আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জেতে না! যেখানে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতেই আর্জেটিনার  দৌড় শেষ হয়।

 তবে অপেক্ষা না বাড়াতে দলের সেরা তারকা লিওনেল মেসিকে এখনই অবসরে না যেতে তার প্রতি অনুরোধ করলেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া দেশটির অভিজ্ঞ স্ট্রাইকার কার্লোস তেভেজ। ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাতকারে তেভেজ বলেন ২০১৬ সালের কোপা আমেরিকায় চিলির কাছে আর্জেন্টিনা ফাইনালে হেরে গেলে অবসরের ঘোষণা দেন মেসি। যেখানে টাইব্রেকারে গোলবঞ্চিত হন তিনি। পরে অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন বার্সেলোনা তারকার। সাম্পাওলি বরখাস্ত হওয়ার পর বাতাসে গুঞ্জন উঠছে অবসরে চলে যেতে পারেন মেসিও। মেসি প্রসঙ্গে তেভেজ বলেন, তার হাতে অর্জনের মালা পরিয়ে তাকে খুশি করাতে আমরা প্রচুর সময় নষ্ট করছি। আমি মনে করি তাকে সেরাটা দিতে আমরা ভুল পথে এগিয়েছি। ‘একজন খেলোয়াড় ও একজন আর্জেন্টাইন হিসেবে আমি তাকে বলবো তোমাকে আমাদের প্রয়োজন, তার বিশ্রাম দরকার, যাতে তার মাথা ঠা-া রাখবে।

 তাকে আমাদের দরকার কেননা সে আর্জেন্টিনার আত্মা। তাকে জাতীয় দলের হয়ে আরও অনেক দিন খেলতে হবে, কারণ সে আর্জেন্টিনার আইডল এবং তাকেই দায়িত্ব নিতে হবে।’ বলেন তেভেজ। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ