সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নাসিরাবাদ হাউজিং সোসাইটির জামে মসজিদ উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো : দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর নাসিরাবাদ হাউজিং সোসাইটির নবনির্মিত জামে মসজিদের  উদ্বোধন করলেন নাসিরাবাদ হাউজিং সোসাইটির ব্যবস্থাাপনা কমিটির সভাপতি, সিটি মেয়র  আ.জ.ম. নাছির উদ্দীন। তিনি গত বাদে জুমা নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের ফলক উন্মোচন করে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সোসাইটি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুফী মোহাম্মদ মিজানুর রহমানসহ কমিটির সহ-সভাপতি  মোঃ ইদ্রিছ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দীন আলম, জেড.এস. মোঃ বখতেয়ার, মোঃ নূরুল ইসলাম (মিন্টু), মোঃ রাশেদুল আমিন, মোহাম্মদ নূরুল ইসলাম (শাহীন) এবং মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি  সিরাজুল ইসলাম,  খায়রুল বশর,   মোহাম্মদ আলী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য  মমতাজুল হক রুক্কু,  মোঃ আলী হোসেন চৌধুরী (সোহাগ), মোহাম্মদ সাজ্জাদ, মোঃ সালাউদ্দীন, গোলাম সরওয়ার, মোঃ জাহাঙ্গীর কবির, নূর মোহাম্মদ এবং মুর্তজা আলী ইউসুফ সাদী প্রমুখ উপস্থিাত ছিলেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি  সুফী মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধনকালে সোসাইটির সভাপতি এবং সিটি মেয়র দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ সদস্যসহ মসজিদ নির্মাণে সাহায্যকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন এলাকাবাসীর অর্থায়নে ৫ তলা বিশিষ্ট ৩০ (ত্রিশ) হাজার বর্গফুটের অত্যাধুনিক স্থাপত্য শৈলিতে নির্মিত শীততাপ নিয়ন্ত্রিত এ মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছে। এ মসজিদে এক সাথে প্রায় ৪ (চার) হাজার মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের আন্ডার গ্রাউন্ড ফ্লোরে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। সময়োপযোগী এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭ (সাত) কোটি টাকা । মেয়র বলেন সোসাইটিবাসীর জীবন মান উন্নয়নে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা রেখে সোসাইটির পার্কটিকে আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সিটি কর্পোরেশন থেকে এই এলাকায় ইতোমধ্যে এল.ই.ডি বাতির ব্যবস্থাাও করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি সুফী মোহাম্মদ মিজানুর রহমান মসজিদ নির্মাণে সকলের অংশগ্রহণের জন্য মহান আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ