মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ॥ শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেলেন আনোয়ার হোসেন

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা :  মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক মৎস্যসম্পদের চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যাল চন্দ্র পোদ্দার, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব সুফিয়ান বিল্পব প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ ৪জন মৎস্য উৎপাদনকারীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারীর পুরস্কার পেয়েছেন আনোয়ার এগ্রোর স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তাঁর হাতে ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব সুফিয়ান বিল্পব প্রমুখ।আনোয়ার হোসেন দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের মৎস্য জোন হিসেবে খ্যাত মুহুরী প্রজেক্ট এলাকায় বিভিন্ন ধরনের মাছ উৎপাদন করে আসছেন। ইতিমধ্যে মৎস্য উপাদনের জন্য তিনি আরো সম্মাননা পেয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ