মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

আবারো প্রমাণিত হলো এ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-জেএসডি

স্টাফ রিপোর্টার: আবারো প্রমাণিত হলো এ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্র্র্রার্থী ও প্রগতিশীল নারীনেত্রী ডা. মনীষা চক্রবর্তীর ওপর হামলাসহ তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার পক্ষ কর্তৃক ভোট কেন্দ্র দখল ও লুটের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সোমবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এসব অভিযোগ করেন।
তারা বলেন, ভোটারদের কেন্দ্রে আসতে না দেওয়া, কেন্দ্র দখল, প্রতিপক্ষের এজেন্ট বের করে দেয়া, মাস্তান, পোলিং, প্রিসাইডিং অফিসার, পুলিশ দিয়ে সিল মেরে বাক্স ভরে দেয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ তাদের নেতাকর্মীদের হুমকি-ধামকি হয়রানি, গ্রেফতারের মাধ্যমে আজ বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ আবারো তাদের লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। নেতারা বলেন, জাতির কাছে আবারো প্রমাণিত হয়েছে এ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ ভবিষ্যতে এ ধরনের কোনো নাটক আর দেখতে চায় না। আমরা সংসদ নির্বাচনের পুর্বে সংসদ ভেঙে দেয়া, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকল গণতান্ত্রিক-প্রগতিশীল দল ও সমাজশক্তি সমূহকে আহ্বান জানাচ্ছি।

অনলাইন আপডেট

আর্কাইভ