মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

মনোহরদীতে মাদক ও বাল্য বিয়েকে হাজার শিক্ষার্থীর লাল কার্ড

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : মাদক ও বাল্য বিয়েকে লাল কার্ড দেখিয়েছেন নরসিংদীর মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২’শ শিক্ষার্থী। সোমবার শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, যৌন হয়রানী, বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঞা।
মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজতবা জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম, সাংবাদিক মো. মাহবুবুর রহমান সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ও বাল্য বিবাহ এ দেশের জন্য একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদক ও বাল্য বিয়ে বন্ধ করতে শিক্ষার্থীদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ