বুধবার ২২ মে ২০২৪
Online Edition

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ গ্রুপ রানার্সআপ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে। অপর সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখী হবে নেপাল।গতকাল সোমবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচের প্রথমার্ধে নেপালের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়েছিল লাল সবুজ জার্সীধারীরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেছেন বাংলাদেশের তহুরা খাতুন।অধিনায়ক মারিয়া মান্দার কর্নার ছিল গোলের উৎস। কর্নার থেকে আসা বলের দখল নিয়ে শামসুন্নাহার পাস দেন মারিয়াকে। অধিনায়কের ক্রসে ডি বক্সের জটলা থেকে হেডে গোলটি করেন তহুরা খাতুন। চলমান টুর্নামেন্টে এটা তহুরার তৃতীয় গোল। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৪-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছিলেন তহুরা।

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েই বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। তাই গ্রুপের দ্বিতীয় ম্যাচটি ছিল বলা যায় প্রতিপক্ষ বাছাইয়ের। নেপালের বিপক্ষে এ ম্যাচ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা। এমন হিসেব সামনে থাকলেও গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা ছিলো অপ্রতিরোধ্য। প্রতিপক্ষকে মুহুমুহু আক্রমনে ব্যস্ত রেখেছে তুহুরারা। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও নেপালের রক্ষনে চাপ অব্যাহত রেখে আরো দুটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ৫১ মিনিটে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭ মিনিটে তৃতীয় গোলটি করেন সাজেদা খাতুন।এর আগে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

অনলাইন আপডেট

আর্কাইভ