শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

বরিশালে হিফজুল কুরআন সম্মাননা

আযাদ আলাউদ্দীন বরিশাল থেকে : বরিশাল নগরীর তাহসিনুল আতফাল হিফজ্ মাদরাসার উদ্যোগে হিফজ্ সম্পন্নকারী হাফেজদের সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর সেলিব্রেশন পয়েন্টে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসপেক্ট ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মহিব্বুল্লাহ শাহীন। প্রধান অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুর রহমান মাহবুব এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মামুন অর রশিদ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন তানযীমুল উম্মাহ মাদরাসা বরিশাল শাখার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান খান। প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আবদুল আলীম ও হাসান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা- হাফেজে কুরআনদের ‘আলেম’ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কুরআন শুধুমাত্র মুখস্ত করার জন্য নাযিল হয়নি, কুরআন হচ্ছে সকল শ্রেণির মানুষের জীবন বিধান। তাই একে অর্থসহ বুঝে পড়া এবং আমল করা দরকার। বক্তারা তাহসিনুল আতফাল হিফজ্ মাদরাসার কৃতি হাফেজদের সার্বিক মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ