শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

গাইবান্ধা-৩ঃ পূনঃতফসিলে ফের নড়েচড়ে বসেছে প্রার্থীরা

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা, ২৪ ডিসেম্বর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করায় সম্প্রতি ঝিমিয়ে ছিলেন প্রার্থীরা। এর পর পূনঃতফসিল ঘোষণা করার সাথে সাথেই ফের নড়েচড়ে বসতে শুরু করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেই সাথে বিএনপি ও অন্যান্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দানের জন্য নানা প্রস্তুতি নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
এর আগে ১৯ ডিসেম্বর রাতে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করেন ইসি।
রোববার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল মতিন এর স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৩১, গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ জানুয়ারি/২০১৯ইং তারিখ অথবা উক্ত দিনের পূর্ববর্তী কোন দিনের সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সাদুল্লাপুর/পলাশবাড়ীতে মনোনয়নপত্র বিতরণ ও গৃহীত হবে। ইতোপূর্বে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে তাদের নতুন করে মনোনয়ন দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবেন। পূনঃঘোষিত তফসিল অনুযায়ী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ