মঙ্গলবার ২১ মে ২০২৪
Online Edition

লালমনিরহাটে পুলিশকে আহত করে আসামী ছিনতাই ॥ গ্রেফতার ৪

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশকে আহত করে রাশেদ হোসেন নামে এক আসামীকে ছিনতাই করে নিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ২ পুলিশ থানার এএসআই আব্দুল মালেক ও পুলিশ সদস্য আব্দুল খালেককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৪ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর রাতে পুলিশ আসামী ধরার নামে অনেকের বসত বাড়ি ভাংচুর করেছে। তবে গ্রামবাসীর এ অভিযোগ অস্বীকার করেছে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, ওই এলাকায় মাদক সেবনের অপরাধে পুলিশ ছকর উদ্দিনের পুত্র রাশেদকে (২২) আটক করে। খবর পেয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আটক রাশেদকে ছিনতাই করে নেয়। এ সময় গ্রামবাসীর হামলায় থানার ওই ২ পুলিশ আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে আহত ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল রোববার ভোরে গ্রামবাসী ছকর উদ্দিন, রেজাউল, আলম ও মারুফসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এলাকার লোকজনের অভিযোগ, রাতে পুলিশ আসামী ধরার নামে শফিকুল ইসলাম, ছকর উদ্দিন, আমের আলী ও আকরাম হোসেনের বসত বাড়ি ভাংচুর করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ