শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

সাঈদ গোল্ডেন এ+ পেয়েছে

সিলেট ব্যুরো : হাফিজ মাহমুদুর রহমান সাঈদ ২০১৯ সালে অনুষ্ঠিত বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদরাসা থেকে অংশ গ্রহণ করে গোল্ডেন এ+ পেয়েছে। এই মেধাবী প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ ঘন্টা লেখাপড়া করতো। সাঈদের প্রিয় ব্যক্তিত্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:)। আরবী ভাষায় উচ্চ শিক্ষা লাভ করে দায়ী-ইলাল্লার কাজ করতে চায় মেধাবী সাঈদ। ২০১১ সালে একই মাদরাসা থেকে পিইসি পরীক্ষা ২০১৪ সালে জেডিসি পরীক্ষা এবং ২০১৬ সালে দাখিল চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে এ+ পেয়েছে সাঈদ। সে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে পবিত্র কোরআন শরীফ হিফজ করেছে। তার গর্বিত পিতা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক ও সিলেট বিভাগীয় সভাপতি খাদিমুল হুজ্জাজ মাওলানা খলিলুর রহমান, মাতা-সাবেক শিক্ষিকা মোছা: জেবুন্নাহার। সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের বাসিন্দা হাফিজ সাঈদ সকলের দোয়া প্রার্থী।

অনলাইন আপডেট

আর্কাইভ