বুধবার ১৫ মে ২০২৪
Online Edition

পাঞ্জাবে পাকিস্তান হতে ড্রোনের প্রবেশ

৮ অক্টোবর, হিন্দুস্তান টাইমস : পাঞ্জাব সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। সোমবার রাতে পাকিস্তান হতে একটি ড্রোন পাঞ্জাবে প্রবেশের পর এই সতর্কতামূলক অবস্থান নেয় ভারতীয় বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে পাঞ্জাবে অন্তত ৮টি ড্রোন প্রবেশের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এসব ড্রোনে ৮০ কেজি অস্ত্র পাকিস্তানভিত্তিক খালিস্তানি গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে বলে দাবি ভারতের।

নাম প্রকাশে অনিচ্ছুক পাঞ্জাব সরকারের একটি সূত্র জানায়, গতরাতে (সোমবার) হুসেইনওয়ালা যৌথ চেক পোস্ট এলাকায় ড্রোনের মতো বস্তুকে অন্তত ৫বার উড়তে দেখা গেছে। এর মধ্যে চার বার পাকিস্তানের ভূখণ্ডে এবং একবার ভারত অংশের এক কিলোমিটার ভেতরে। ওই সূত্রটি আরও জানায়, পরে একটি বস্তু পাকিস্তানের দিকে যেতে দেখা যায় কিন্তু মাঝ পথে আলো ও শব্দ বন্ধ হয়ে গেলে আর দেখা যায়নি। বিএসএফ পাঞ্জাব পুলিশকে জানানোর পর অনুসন্ধান অভিযান চলছে। স্থানীয় পুলিশই এখন বিষয়টি দেখছে।

অনলাইন আপডেট

আর্কাইভ