শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার কর্তৃক বৃত্তি পরীক্ষা ২০১৯ আনন্দ-উৎসব মুখর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সাভার, আশুলিয়া এবং ধামরাই তিনটি স্কুল এন্ড কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় একশটি স্কুলের প্রায় ২৬০০ শিক্ষাথী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। গতকাল সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয়ে ১২ টায় শেষ হয়। বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরির্দশন করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় উপদেষ্টা সালাউদ্দিন আইয়ুবী, চেয়ারম্যান আবু সুফিয়ান লিটন, পরিচালক মোঃ ফাইজুল ইসলাম, সাবেক পরিচালক আব্দুল কাদেরসহ অন্যান্য শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

এসোসিয়েশনের পরীক্ষা সচিব হিসাবে দায়িত্ব পালন করেন গাজিরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে এবং শিক্ষার্থীরা পড়ালেখায় অনেক উৎসাহিত হবে। তারা তাদের একাডেমিক পড়ালেখা আরো ভালভাবে করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ