রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

করোনা ভাইরাসে হাসপাতালে চিকিৎসাসেবায় জনগণ হতাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, করোনা ভাইরাসে আতংক না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, বেশি বেশি নামাযসহ নফল ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতে হবে, জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাওয়া যাবে না। তিনি বলেন, সরকার করোনা ভাইরাস উপলক্ষে হাসপাতালে চিকিৎসাসেবায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। করোনা ব্যতীত অন্যান্য রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছে না, হাসপাতাল, ক্লিনিকে ডাক্তার পাওয়া যাচ্ছে না, আবার ডাক্তাররা পিপিই এর অভাবে চেম্বারে বসছে না। সরকার ডাক্তারদের জন্য পর্যাপ্ত পিপিই এর ব্যবস্থা না থাকায় হাসপাতাল ডাক্তার ও সেবকশূন্য হয়ে পরেছে, যা জাতির সাথে তামাশার শামিল।
গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কলাবাগান থানায় গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের সময় তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি আব্দুল আউয়াল, মাওলানা কামাল হুসাইন কলাবাগান থানার সভাপতি বি এম মহিউদ্দিন, সেক্রেটারি মুহা. রেজাউল করীম রাজুসহ থানা নেতৃবৃন্দ। চকবাজার, হাজারীবাগসহ বিভিন্ন থানায় ইসলামী আন্দোলনের উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ