রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

করোনা আতংকে রংপুরের হাসপাতাল গুলোতে রোগী কমেছে

রংপুর অফিস : নভেল করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকটা রোগীশূন্য হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
 হাতে গোনা কয়েক জন রোগী থাকলেও, তারা ঠিকমত চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে পড়েছে। গোটা হাসপাতাল জুড়ে বিরাজ করছে করোনা সংক্রমণের ভুতুড়ে নীরবতার পরিবেশ। অথচ সপ্তাহ খানেক আগেও এই হাসপাতালে ছিল রোগীর কোলাহল। অভিভাবকদের রোগী নিয়ে ছুটোছুটি। বহির্বিভাগের সামনে রোগী ও স্বজনদের জটলার কারণে যেখানে রোগীর ঠাঁই মিলত না। সেই হাসপাতালে এখন নিঝুম নিস্তব্ধ হয়ে পড়ছে। গতকাল সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন ভয়াবহ ভিনধর্মী চিত্র দেখা গেছে। হাসপাতালের বাইরে কিছু লোকজন থাকলেও ভেতরে প্রায় রোগী শূন্য অবস্থা। রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে সেবাকেন্দ্র ছেড়ে গেছে সবাই। বেশিরভাগ ওয়ার্ডের শয্যাগুলো এখন খালি পড়ে আছে। কোথাও নেই রোগীর চাপ। যে ক'জন রোগী আছেন, তারা নিতান্তই বাধ্য হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। তারা জানান একটু সুস্থ হলেই বাড়ি চলে যাবেন। ডাক্তার, নার্স কাউকে ঠিক মতো পাওয়া যাচ্ছে না। জরুরি বিভাগে থাকা এক রোগীর স্বজন জানান, ৩ দিন ধরে রিপোর্ট দেখানোর চেষ্টা করছি, কিন্তু ডাক্তার নেই। যারা আছেন, তারা গুরুত্ব দিচ্ছেন না। বাহিরে প্রাইভেট  ডাক্তারের কাছে যাওয়ার উপায় নেই, সেখানে ডাক্তাররা চেম্বার বন্ধ করে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের জরুরি রোগী ছাড়া ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাবে হাসপাতালে কমে গেছে ইন্টার্ন চিকিৎসকদের উপস্থিতি।
রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুসার রায় জানান, যানবাহন না থাকার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসতে পারছেনা।এখানে করনা আতংকের কিছুনেই। কারণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহের রোগী রাখা হয়না। এর পরও মানুষ আতংকে এখানে আসছেনা। অনেক রোগী মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও জেলার ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতেও একই ধরনের অভিন্ন  চিত্র বিরাজ করছে।           

অনলাইন আপডেট

আর্কাইভ