রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ফেনীতে এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি

ফেনী সংবাদদাতা : ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা এলাকায় এক রাতে প্রবাসীর বাড়িসহ পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল পাঁচ বাড়ি থেকে ১৭ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের ছোরার আঘাতে দুই নারী আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও এলাকায় নুর নবী ও আবদুর রউফের বাড়িতে ১০-১২জনের একটি মুখোশদারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়।
নুর নবী বলেন, রাতে দরজার আওয়াজ শুনে তিনি ঘুম থেকে ওঠে যান। এসময় একই কায়দায় ডাকাত দল তার ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি আলমিরার তালা ভেঙে তিন ভরি স্বর্ণালংকার, নগদে ৪০ হাজার টাকা, ২টি মোবাইল ফোনসহ প্রায় আড়াই লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
পাশ্ববর্তী বাড়ির আবদুর রউফ বলেন, একই ডাকাত দল তার বাড়িতেও ঢুকে একই কায়দায় পরিবারের সদস্যদেরকে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার, নগদে ২০হাজার টাকা, একটি মুঠোফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, এসময় তার মেয়ে মারজান আক্তার বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাঁকে ছোরা দিয়ে মাথায় আঘাত করে আহত করে। 
পরিবারের লোকজনের শোর-চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  খবর পেয়ে রোববার সকালে দুই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে একই রাতে পাশ্ববর্তী সোনাগাজী উপজেলার চান্দলা ও সদর উপজেলার বেতাগাঁও এলাকায় পাঁচ বাড়িতে হানা দেয় ১০-১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতেরা বাড়ির দরজার ভেঙ্গে ভেতরে ঢুকে হাত-পা বেধে অস্ত্রের  মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে।
চান্দলা এলাকার একরামুল হক দাবি করেন, ডাকাতেরা তার ঘরের ২টি আলমিরার তালা ভেঙ্গে চার ভরি স্বর্ণালংকার,নগদে ৪০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও কাপড় চোপড়সহ  প্রায় চার লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে।
একই রাতে পাশ্ববর্তী বাড়ির সাইফুল ইসলাম বলেন, রাতে ১০-১২জনে ডাকাত দল একই কায়দায় তার বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে আলমিরার তালা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার, নগদে ২০ হাজার টাকা, তিনটি মুঠোফোন ও কাপড়- চোপড়সহ তিন লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
একই রাতে একই এলাকার সৌদিপ্রবাসী ফিরোজ উদ্দিনের বাড়িতে হানা দেয় ১০-১২ জনের  একটি মুখোশদারী সশস্ত্র ডাকাত দল।
প্রবাসীর স্ত্রী আকলিমা আক্তার বলেন, ডাকাতেরা তাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় তিনি চিৎকার দিতে চাইলে একজন ডাকাত ছোরা দিয়ে তাঁর মাথায় ও হাতে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত আহত হন।
তিনি বলেন, ডাকাতের তাদের ঘরের আলমিরার তালা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার, নগদে ৫০হাজার টাকা, একটি মুঠোফোনসহ সাড়ে তিন লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
 ফেনী মডেল থানার ওসি মো: আলমগীর হোসেন দুই বাড়িতে এবং সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ তিন বাড়িতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায়  থানায় মামলার প্রস্তুুতি চলছে। পুলিশ ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ