রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ইসলামী ছাত্রশিবির কি অবৈধ সংগঠন?

জুলুমের হাত থেকে মুক্তি লাভের জন্য বাংলাদেশের আপামর জনতা যুদ্ধ করেছিল স্বাধীনতা অর্জনের জন্য। থিওরেটিক্যাল স্বাধীনতা অর্জিত হয়েছে বটে, কিন্তু একটি জাতির প্রকৃত স্বাধীনতা বলতে যা বুঝায় তা অর্জিত হয়নি। জাতি ছোট্ট গহ্বর থেকে বের হয়ে ধ্বংসের বিরাট আবর্তে নিপতিত। চারিদিকে বেদনার হাহাকার ধ্বনি।
সবকিছু আলোচনায় না এনে একটি বিষয় জাতির সামনে তুলে ধরতে চাই। একটি গণতান্ত্রিক স্বাধীন দেশে রাষ্ট্র বিরোধী নয় এমন চিন্তা, আদশর্ লালন করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। বাংলাদেশ একটি মুসলিম দেশ বল্লেই চল্।ে সেখানে প্রত্যেক মুসলিম ইসলামী আদর্শ বুকে লালন করবে এটা তার মৌলিক অধিকার তো বটেই, ধর্মীয় দিক থেকে প্রধানতম ও আবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য। এ দায়িত্ব ও কর্তব্য পালনে ইসলামী ছাত্রশিবির মুখ্য ভূমিকা পালন করছে। দেশ বিরোধী, নৈতিকতা বিরোধী কোন আচরণ ছাত্রশিবিরের পক্ষ থেকে হচ্ছে এমন কোন নজির নেই। নাগরিকের মৌলিক আধিকার হরণ করে তাদেরকে মিজস্ব মতামত প্রকাশ, আদর্শ প্রচার কাজে বাধা দেয়া কোন দিক দিয়েই বৈধ হতে পারে না। কিন্তু এই কাজটি অবৈধভাবে চলছে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে। বিশেষ করে ছাত্র অঙ্গনে ‘ছাত্রশিবির’-এর উপরে ভীষণভাবে চলছে এই অন্যায় ও অমানবিক আচরণ।। ছাত্রশিবির সন্দেহ করার কোন বস্তু নয়; রাষ্ট্র বিরোধী বা নৈতিকতা বিরোধী কোন সংগঠন নয়। তা হলে কেন সন্দেহ করে ছাত্রদেরকে শিবির বলে তাদেরকে নির্যাতন করা হবে? এ অন্যায় ও জুলুমবাজী বন্ধ না হলে অচিরেই এ জাতি পঙ্গুত্ব বরণ করবে সন্দেহ নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ