বুধবার ২২ মে ২০২৪
Online Edition

আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বকাপজয়ী যুবা টাইগাররাও

 স্পোর্টস রিপোর্টার: করোনা ভাইরাসের কারণে পুরো ক্রীড়া বিশ্বই স্থবির হয়ে আছে। অনির্দিষ্টকালের জন্য দেশের ক্রিকেট স্থগিত করা হয়েছে। ঘরেই সময় কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। তবে বসে নেই ক্রিকেটারা। করোনায় ক্রিকেটাররা তহবিল গঠন করে সহযোগিতা করছে। এবার সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাররা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছে। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের ১৬ জন ক্রিকেটাররা মিলে তহবিল গঠন করে করেনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করছি। ততে কত টাকা সেটা ঠিক হয়নি। আমরা সবাই ১০ শতাংশ করে দিচ্ছি।’ তহবিল গঠনের কাজে সমন্বয় করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। এর আগে জাতীয় দলের চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটারসহ ২৭ জন ক্রিকেটার মোট ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। পরে প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটারও করোনা মোকাবিলায় আর্থিক সহায়তা করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ