রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ডাক্তারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

রংপুর অফিস : রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবরেটরীতে পরীক্ষা হওয়া ৫৩ টি নমুনার মধ্যে একটিতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একজন চিকিৎসক। চতুর্থ দফায় আরও ৫৬ টি নমুনা নিয়ে গতকাল বুধবার সকাল ১০ টায় আবারও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রফেসর এ কে এম নূর-উন-নবী লাইজু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান সোমবার জমা পড়া ৫৩ টি নমুনা তৃতীয় দফায় মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত পরীক্ষার পর রাতে আইইডিসিআরএ ফলাফল পাঠানো হয়। এরমধ্যে ৫২ টি নেগেটিভ হলেও একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎ্সক। এছাড়াও গতকাল বুধবার চতুর্থদফায় ৫৬ টি নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। রাতে সেগুলোর ফলাফল আইইডিসিআরে পাঠানো হবে। এর আগে দ্বিতীয় দফায় ২৭ টি ও প্রথমবারের মতো ৪২ টি জমা পড়া নমুনা দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়, এতে কারও করোনা শনাক্ত হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ