রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দশ লাখ ছাড়ালো

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দশ লাখের মাইলফলক অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলাবার বাংলাদেশ সময় বিকাল চারটা পর্যন্ত এই মহামারিতে মৃতের সংখ্যা দশ লাখ দুই হাজার ২৯৬ জনে পৌঁছেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, প্রকৃত মৃতের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা ভাইরাস। ওই সময়ে সেখানকার ডাক্তাররা লক্ষ্য করে দেখেন নতুন ধরণের রহস্যজনক নিউমোনিয়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়ছে মানুষ। সীমান্ত বন্ধ ও কোয়ারেন্টিন করাসহ নানা পদক্ষেপ নেওয়ার পরও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।  চীনের বাইরে এর প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত মানুষদের তথ্য সংগ্রহ করে আসছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। তাদের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৬ হাজার।
গত সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরি পরিস্থিতি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, সম্ভবত, বর্তমানে যেসব সংখ্যার কথা জানা যাচ্ছে তা কোভিড-১৯ এ আক্রান্ত কিংবা এতে মারা যাওয়া মানুষের প্রকৃত সংখ্যাকে প্রতিফলিত করছে না। তিনি বলেন, যখন কিছু গনণা করা হয় তখন নির্ভুলভাবে গনণা করা যায় না তবে আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, বর্তমান সংখ্যাগুলো কোভিড এর প্রকৃত হিসাবকে ছোট করে দেখাচ্ছে।
করোনা মহামারিতে সবচেয়ে মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে- দুই লাখ পাঁচ হাজার ৭২ জন। এরপরে রয়েছে ব্রাজিল (১ লাখ ৪২ হাজার ৫৮), ভারত (৯৫ হাজার ৫৪২), মেক্সিকো (৭৬ হাজার ৪৩০) ও যুক্তরাজ্য (৪২ হাজার ৯০)।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এত এত মানুষের মৃত্যু নিয়ে দুনিয়া এক যন্ত্রণাদায়ক মাইলফলক পার করলো। এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা অবশ্যই কোনওভাবে প্রতিটি জীবনের ওপর থেকে দৃষ্টি সরাবো না। সাশ্রয়ী এবং সবার কাছে পৌঁছাতে সক্ষম ভ্যাকসিনের তল্লাশি চলতে থাকলেও চলুন এই ভাইরাসকে পরাজিত করতে যৌথভাবে কাজ করে তাদের (মৃতদের) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৬ হাজার ৩৭৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ১২৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৯ হাজার ৮০৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৩ লাখ ৬১ হাজার ৬১১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৪৩ হাজার ১৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ হাজার ৩৫১ জন। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ১৬১ জন। করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ হাজার ৬০৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৭১৭ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৫৭৩ জন। আর মৃতের সংখ্যা ২০ হাজার ৩৮৫ জন।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫০ লাখ ৯৮ হাজার ৫৭৩ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৬ লাখ ৯ হাজার ৬৩৬ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪০ লাখ ৮৪ হাজার ১৮২ জন)। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

অনলাইন আপডেট

আর্কাইভ