রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

বাইডেন কি ট্রাম্পকে ফোন করবেন?

২২ জানুয়ারি,  এএফপি, সিএনএন: যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফোন করার কোনো পরিকল্পনা নেই।’

নতুন প্রেসিডেন্ট বাইডেনের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে কী নোট রেখে গেছেন, সে সম্পর্কে সাংবাদিকেরা ফের জানতে চেয়েছিলেন। বিশেষ করে এই চিঠি সম্পর্কে বাইডেনের করা মন্তব্য সম্পর্কে জানতে চাচ্ছিলেন সাংবাদিকেরা। আগের দিন বাইডেন বলেছিলেন, ট্রাম্প তাঁর জন্য ওভাল অফিসে একটি খুবই সহৃদয় চিঠি রেখে গেছেন। তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলার কথা ভাবছেন। বাইডেনের মন্তব্যের ব্যাখ্যায় জেন সাকি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি ছাড়া তাঁর রেখে যাওয়া 

অনলাইন আপডেট

আর্কাইভ