রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সিনেটে ট্রাম্পের বিচার ফেব্রুয়ারির আগে শুরু হচ্ছে না

২৩ জানুয়ারি, বিবিসি : যুক্তরাষ্ট্রের সিনেটে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু করার ব্যাপারে একমত হয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা সোমবারই ট্রাম্পের বিরুদ্ধে ‘বিদ্রোহে উসকানি’ দেওয়ার অভিযোগ উচ্চকক্ষে পাঠিয়ে দেবেন। 

তবে ফেব্রুয়ারির ৯ তারিখের আগে বিচারের যুক্তিতর্ক শুরু হবে না; এর ফলে ট্রাম্পের আইনজীবীরা নিজেদের বক্তব্য গুছিয়ে নেওয়ার জন্য দুই সপ্তাহের বেশি সময় পাচ্ছেন। 

ট্রাম্পের উসকানির কারণেই ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছে বলে অভিযোগ ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের। এই অভিযোগে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে রিপাবলিকান প্রেসিডেন্টকে মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে দ্বিতীয় দফা অভিশংসিতও হতে হয়েছে। 

৬ জানুয়ারির ওই রক্তক্ষয়ী দাঙ্গায় এক পুলিশ সদস্যসহ ৫ জনকে প্রাণ দিতে হয়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ