বুধবার ০১ মে ২০২৪
Online Edition

তিনটি ওয়ানডে খেলতে শ্রীলংকা ক্রিকেট দল ঢাকায়

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলংকা ক্রিকেট দল। গতকাল রোববার শ্রীলংকান এয়ারলাইন্সযোগে সাড়ে আটটার পর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে লংকানরা। অতিথিদের সকাল পৌঁনে ন’টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা থাকলেও নেমেছে তার আধাঘণ্টা আগেই। এরপর বিমানবন্দরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেল সোনারগাঁওয়ে যায় কুশল পেরেরা ও তার দল। সেখানেই তিনদিন কোয়ারেন্টাইন করবে সফরকারি দল। এরপর শুরু করবে সিরিজপূর্ব অনুশীলন। ১৯ ও ২০ মে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনের পরে ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেবে স্বাগতিক ও সফরকারি দুই দল। এরপর শুরু হবে মূল লড়াই। ২৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা। একই ভেন্যুতে ২৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও ২৮ মার্চ গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। দিবারাত্রির প্রতিটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ডকাপ সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে শ্রীলংকা হারিয়েছে ৩০ পয়েন্ট।  দেশের থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসেছেন লংকানরা। এখানে এসেও তাদের তিনদিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেল সোনারগাঁওয়ে। সেখানেই তারা থাকবেন। কারণ শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জৈব সুরক্ষা বলয়ে কোনো ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর জৈব সুরক্ষা বলয়ে দুইটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছিল বিসিবি। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকেও তারা আতিথেয়তা দিয়েছিল। সেসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার শ্রীলঙ্কা সিরিজে আরও কঠোর বিসিবি। এক সপ্তাহ আগেই হোটেল কর্মকর্তাদের ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি। দুই দলের জন্য হোটেলের তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত সবার কোভিড পরীক্ষাও করানো হবে। এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আছেন ঈদের ছুটিতে। শ্রীলঙ্কা সিরিজের প্র তিতে তাই চলছে কিছু দিনের বিরতি। ছুটি শেষে ১৮ মে থেকে শুরু হবে তামিম ইকবালদের প্রস্তুতি। ঈদের আগের প্রস্তুতিতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছিলেন না। আইপিএল থেকে ফিরে তারা এখনও ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন। তবে দ্বিতীয় ধাপের প্রস্তুতিতে দুজনেই দলের সঙ্গে যোগ দেবেন। ফলে পুরো দলকেই পাবেন কোচ রাসেল ডমিঙ্গো।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকবেলা, অশেন বান্দারা, দাসুন শানাকা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে , লাকশান সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, অজিথা ফার্নান্ডো, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো, দুষ্মন্থ চামিরা।

অনলাইন আপডেট

আর্কাইভ